জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষায় পাস ৯৪ দশমিক ৩০ ভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। সারাদেশের ৭০৩ টি কেন্দ্রে ১ হাজার ৮৬০ টি কলেজের মোট ২ লাখ ২০ হাজার ২৪৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ।
সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে জানা যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএম করেও ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজে অপশনে গিয়ে NUDEGROLL no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

Comments

Popular posts from this blog

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান

সহজে Preposition শিখার টেকনিক

ইংরেজি গ্রামার এর sentence কাকে বলে? sentence কত প্রকার ও কি কি?