বৃত্ত সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন

বৃত্ত সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন

১. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
উত্তরের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB জ্যা = CD জ্যা। 0E | AB এবং OF | CD
নিচের কোনটি সঠিক?
1 : CF = 1/2 CD
2 : OF = 1/2 AB
3 : OF = CF
4 : OF = DF
Correct Answer: CF = 1/2 CD

২. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
উত্তরের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB জ্যা = CD জ্যা। 0E | AB এবং OF | CD
CF = 3cm, OF = 4 cm হলে, OC এর দৈর্ঘ্য কত?
1 :
2 : 4cm
3 : 6cm
4 : 5cm
Correct Answer:5cm

৩. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 সে.মি.। পার্কটিকে বাইরের দিকে বেস্টন করে 2 সে.মি. প্রশস্ত একটি রাস্তা আছে।
রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত বর্গ সে.কি.?
1 : 706.86
2 : 726.86
3 : 720.86
4 : 716.86
Correct Answer: 726.86

৪. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 সে.মি.। পার্কটিকে বাইরের দিকে বেস্টন করে 2 সে.মি. প্রশস্ত একটি রাস্তা আছে।
রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
1 : 185
2 : 175.9
3 : 205.9
4 : 170
Correct Answer: 175.9

৫. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
24 সে.মি ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 2 সে.মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ এবং 4 সে.মি. 2 দৈর্ঘ্য. ও সে.মি. প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো।
বৃত্তাকার বোর্ডের পরিসীমা কত সে.মি.?
1 : 150.8
2 : 155.8
3 : 160.8
4 : 165.8
Correct Answer:150.8

৬. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
24 সে.মি ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 2 সে.মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ এবং 4 সে.মি. 2 দৈর্ঘ্য. ও সে.মি. প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো।
কেটে নেওয়া আয়তাকার ও বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
1 : 21.57
2 : 20.57
3 : 22.57
4 : 23.57
Correct Answer: 20.57

৭. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
24 সে.মি ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 2 সে.মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ এবং 4 সে.মি. 2 দৈর্ঘ্য. ও সে.মি. প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো।
বোর্ডের বাকি অংশের ক্ষেত্রপল কত বর্গ সে.মি?
1 : 1788.99
2 : 1798.99
3 : 1768.99
4 : 1778.99
Correct Answer: 1788.99
৮. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুটি জ্যা। 0 হতে তাদের উপর অঙ্কিত লম্ব OE ও OE = OF
বৃত্তের ব্যাসার্ধ 5cm এবং OE = 3cm হলে AB জ্যায়ের দৈর্ঘ্য?
1 : 8cm
2 : 4cm
3 : 6cm
4 : 10cm
Correct Answer: 8cm

৯. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুটি জ্যা। 0 হতে তাদের উপর অঙ্কিত লম্ব OE ও OE = OF
AB ও CD জ্যায়ের মধ্যে সম্পর্ক কি?
1 : AB < CD
2 : AB > CD
3 : AB = CD
4 : AB ≥ CD
Correct Answer: AB = CD

Comments

Popular posts from this blog

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান

সহজে Preposition শিখার টেকনিক

ইংরেজি গ্রামার এর sentence কাকে বলে? sentence কত প্রকার ও কি কি?