Preposition নিয়ে আমাদের মনে একটা ভয় কাজ করে। কোন শব্দের পর কি বসবে- এই নিয়ে নানা চিন্তায় নাজেহাল হই আমরা। এডমিশন টেস্টের এক্স্যাম হলে বসে অল্প সময়ে সেটা ভাবাও বেশ কঠিন। এজন্যে Preposition ব্যাপারটাকে ভালোমতো শিখে এক্স্যামে ঠিকভাবে উত্তর করতে হলে কিছু শর্টকাট শিখে ফেলতেই হয়! শর্টকাট ১: In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়। ১। যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে। কোন তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on বসবে। ২। যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে, যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে। ৩। তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন 1972, 1999 বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in। একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা শর্টকাট ৩ আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না। t...
Comments
Post a Comment