নবম দশম শ্রেণির সাধারণ গণিত অনুশীলনী-১ এর কমন উপযোগী সৃজনশীল প্রশ্নের সমাধান


১। n একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা হলে n = 2x-1 যেখানে x ∊ N
(ক) স্বাভাবিক সংখ্যা কি?
(খ) দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা।
(গ) দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে।

(ক) স্বাভাবিক সংখ্যা কি?
সমাধান:
ধনাত্মক, ঋণাত্মক এবং শুন্য এই সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। অপর দিকে শুধু ধনাত্মক সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা।
সকল ধনাত্মক সংখ্যার সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যা (Natural Number)।
কিন্তু এই স্বাভাবিক সংখ্যার সেটে একটু দ্বিমত রয়েছে আর তা হচ্ছে ০ নিয়ে।
অনেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে ০ কে অন্তর্ভুক্ত করেন ।
আবার অনেকের ধারণা ০ স্বাভাবিক সংখ্যা নয়। ।
তাই এর সেট কে {1,2,3...}, আবার {0,1,2,3......} এই ভাবেও প্রকাশ করা হয়।
স্বাভাবিক সংখ্যার দুই প্রকার।
১। মৌলিক সংখ্যা (Prime Number)
২। যৌগিক সংখ্যা (Composite Number)

খ) দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা।
সমাধান:
মনে করি, n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যেখানে n = 2x-1 [ যেখানে n ∊ N এবং x = 1,2,3,.... ]
∴ n = 2x-1
উভয় পক্ষকে বর্গ করিয়া পাই,
n2=(2x−1)2
বা, n2=4x2−4x+1
বা, n2=4x(x−1)+1
বা, n2=2×2x(x−1)+1
এখানে 2×2x(x−1) একটি জোড় সংখ্যা কারন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য।
আমরা জানি, কোন জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি বিজোড় হয়।
অতএব, 2×2x(x−1)+1 একটি বিজোড় সংখ্যা।
অতএব, প্রদত্ত বিজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। (প্রমাণিত )

(গ) দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে।
সমাধান:
প্রদত্ত সংখ্যার বর্গ = 2×2x(x−1)+1
= 4x(x−1)+1
এখানে, x-1 এবং x পর পর দুটি ক্রমিক সংখ্যা।
আমরা জানি,
দুটি ক্রমিক সংখ্যার গুনফল জোড় হয় অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য।

অতএব,
x(x−1) সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য।
অতএব, 4×x(x−1) সংখ্যাটি 4×2 দ্বারা বিভাজ্য।

বা, 4×x(x−1) সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য।

এখন, প্রদত্ত সংখ্যার বর্গ 4×x(x−1) অপেক্ষা 1 বেশি।
অতএব, প্রদত্ত সংখ্যার বর্গকে অর্থাৎ 4x(x−1)+1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে।


ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরামর্শ গ্রহণ যোগ্য। আপনার আজকের পরামর্শ আগামীদিনে আরো সুন্দর কিছু লিখার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।  

Comments

Popular posts from this blog

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান

সহজে Preposition শিখার টেকনিক

ইংরেজি গ্রামার এর sentence কাকে বলে? sentence কত প্রকার ও কি কি?