নবম দশম শ্রেণির সাধারণ গণিত অনুশীলন-১ এর বহুনির্বাচনি প্রশ্ন সমূহ


১. যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, এর পরবর্তী স্থানে 5, 6, 7, 8 বা 9 হলে শেষ স্থানটির সংখ্যার সাথে কত যোগ করতে হবে?
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) কিছুই না
সঠিক উত্তর: (খ)     ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
২. ধনাত্মক সংখ্যা কত অপেক্ষা বড়?
Ο ক) -2
Ο খ) 0
Ο গ) 1
Ο ঘ) 2
সঠিক উত্তর: (খ)
৩. নিচের তথ্যগুলো লক্ষ কর: i. 7-0.3=5.4
ii. 1-0.5=4
iii. 1.3, 1.03 এবং 1.3 এর মধ্যে বৃহত্তম 1.3
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৪. 8.269421.... সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত মান কত?
Ο ক) 8.2695
Ο খ) 8.2694
Ο গ) 8.269
Ο ঘ) .8269
সঠিক উত্তর: (খ)
৫. 0.3 ÷ 0.6=কত?
Ο ক) 1.8
Ο খ) 1.18
Ο গ) 0.2
Ο ঘ) 0.02
সঠিক উত্তর: (গ)
৬. নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 1.234...
Ο খ) 2.423
Ο গ) 3.296...
Ο ঘ) 5.6161...
সঠিক উত্তর: (ঘ)
৭. নিচের কোন ভগ্নাংশটিকে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়?
Ο ক) 1/3
Ο খ) 3/11
Ο গ) 7/17
Ο ঘ) 627/ 100
সঠিক উত্তর: (ঘ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৮. a, b, c বাস্তব সংখ্যা হলে, a(b+c) = কি?
Ο ক) ab+ac
Ο খ) a+(b+c)
Ο গ) a-(b+c)
Ο ঘ) a(bc)
সঠিক উত্তর: (ক)
৯. 4 ÷ 0.125 এর সঠিক মান নিচের কোনটি?
Ο ক) 0.64
Ο খ) 6.4
Ο গ) 3.2
Ο ঘ) 32
সঠিক উত্তর: (ঘ)
১০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা
ii. স্বাভাবিক সংখ্যা সেটের বৃহত্তম সদস্য নেই
iii. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. 0.7+0.8=কত?
Ο ক) 1.3
Ο খ) 2.5
Ο গ) 1.5
Ο ঘ) 1.6
সঠিক উত্তর: (ঘ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
১২. নিচের কোনগুরো যৌগিক সংখ্যা?
Ο ক) -3, -2, -14, 0, 1, 2, 3
Ο খ) 4, 6, 8, 9, 10
Ο গ) 1, 3, 5, 7, 11
Ο ঘ) 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর: (খ)
১৩. গণনাকারী সংখ্যার অপর নাম কী?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) ঋণাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (গ)
১৪. 2.324, 7.213..., 10.239..., 7.2315 এর মধ্যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 2.324, 7.213....
Ο খ) 7.213...., 10.239....
Ο গ) 2.324, 7.2315
Ο ঘ) 2.324, 10.239...., 7.2315
সঠিক উত্তর: (গ)
১৫. 4.3256893.... সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি?
Ο ক) 4.3256
Ο খ) .4325
Ο গ) 4.3257
Ο ঘ) 4.3266
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
১৬. পূর্ণবর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা?
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) পূর্ণসংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণসংখ্যার সেটে ক্ষুদ্রতম সংখ্যা নেই
ii. পূর্ণসংখ্যঅর সেটে বৃহত্তম সংখ্যা নেই
iii. পূর্ণসংখ্যার সেটে যোগ, বিয়োগ এবং গুণ প্রক্রিয়ার ফল পূর্ণসংখ্যাই হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. 3/5, /8/13, 15/23
 ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ?
Ο ক) প্রকৃত ভগ্নাংশ
Ο খ) অপ্রকৃত ভগ্নাংশ
Ο গ) মিশ্র ভগ্নাংশ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
১৯. বিয়োগের ক্ষেত্রে পৌনঃপুনিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সবসময় সর্ব ডানের অঙ্ক থেকে কত বিয়োগ করতে হয়?
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
২০. 8/5, 5/6 , 3/8, 12/5 ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ?
Ο ক)8/5 , 5/6
Ο খ) 5/6 ,3/8
Ο গ) 8/5, 12/5
Ο ঘ) 8/5, 3/8, 12/5
সঠিক উত্তর: (খ)
২১. 9.263, 2.4023, 18.613 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο খ) সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο গ) অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
২২. আবৃত্ত দশমিককে সব সময় কিসে পরিণত করা যায়?
Ο ক) ভগ্নাংশে
Ο খ) পূর্ণসংখ্যায়
Ο গ) স্বাভাবিক সংখ্যায়
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৩. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (গ)

২৪. কোন সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) পূর্ণসংখ্যা
Ο ঘ) ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
২৫. a বাস্তব সংখ্যা এবং a + (-a) = কি?
Ο ক) 2a
Ο খ) 0
Ο গ) 1
Ο ঘ) -2a
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 1.2 * 1.12=1.370
ii. 5.435 একটি বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ
iii. 4. ও 65 পরস্পর সহমৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা
ii. √7 একটি অমুলদ সংখ্যা
iii. আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
২৮. i. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
ii. শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
iii. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়?
Ο ক) বাস্তব সংখ্যার সেট
Ο খ) স্বাভাবিক সংখ্যার সেট
Ο গ) পূর্ণসংখ্যার সেট
Ο ঘ) মৌলিক সংখ্যার সেট
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৩০. 3.6, 2.65, 4.265 .... সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) ভগ্নাংশ সংখ্যা
Ο গ) দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৩১. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) 18
Ο খ) 48
Ο গ) 23
Ο ঘ) 9
সঠিক উত্তর: (গ)
৩২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণবর্গ সংখ্যা নয় বর্গমূল অমূলদ সংখ্যা
ii. আবৃত্ত দশমিকের গুণফল দশমিক হতেও পারে, নাও হতে পারে
iii. অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল অমূলদ সংখ্যা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৩৩. নিচের কোনটি মূলদ সংখ্যা?
Ο ক) √0.25
Ο খ) √0.35
Ο গ) √0.9
Ο ঘ) √0.10
সঠিক উত্তর: (ক)
৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করলে মূলদ সংখ্যা পাওয়া যায়
ii. অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে দেখানো যায় না
iii. স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৩৫. দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে, তাকে কি বলে?
Ο ক) বিশুদ্ধ পৌনঃপুনিক
Ο খ) অবিশুদ্ধ পৌনঃপুনিক
Ο গ) মিশ্র পৌনঃপুনিক
Ο ঘ) পূর্ণসংখ্যা
সঠিক উত্তর: (ক)
৩৬. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
Ο ক) অমূলদ সংখ্যা
Ο খ) মূলদ সংখ্যা
Ο গ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৩৭. √2 ও 4 এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক) অসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে
Ο খ) সসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে
Ο গ) একটিমাত্র মূলদ সংখ্যা আছে
Ο ঘ) কোনো অমূলদ সংখ্যা নেই
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৩৮. মুলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
Ο ক) সসীম বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে
Ο খ) অসীম দশমিক হবে
Ο গ) শুধু সসীম হবে
Ο ঘ) অমূলদ সংখ্যা হবে
সঠিক উত্তর: (ক)
৩৯. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়?
Ο ক) ঋণাত্মক সংখ্যা
Ο খ) অঋণাত্মক সংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪০. নিচের কোন ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না?
Ο ক) 3/7
Ο খ) 1/3
Ο গ) 41/16
Ο ঘ) 5/13
সঠিক উত্তর: (গ)
৪১. 4.3256893...... সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি?
Ο ক) 4.3256
Ο খ) .4325
Ο গ) 4.3257
Ο ঘ) 4.3266
সঠিক উত্তর: (গ)
৪২. পূর্ণ বর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা?
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) পূর্ণসংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৪৩. 3/5, 8/13, 15/23 ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ?
Ο ক) প্রকৃত ভগ্নাংশ
Ο খ) অপ্রকৃত ভগ্নাংশ
Ο গ) মিশ্র ভগ্নাংশ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৪৪. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৪৫. √10 নিচের কোন সংখ্যার অন্তর্ভূক্ত?
Ο ক) মূলত সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) পূর্ণসংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪৬. a, b, c বাস্তব সংখ্যা হলে -
i (a+b) + c = a + (b+c)
ii (a+b) + c = ac + bc
iii (ab)c = a(bc)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৪৭. a, b বাস্তব সংখ্যা হলে, a + b = নিচের কোনটি হবে?
Ο ক) a - b
Ο খ) b + a
Ο গ) a x b
Ο ঘ) a ÷ b
সঠিক উত্তর: (খ)
৪৮. 5.12-3.45=কত?
Ο ক) 1.67
Ο খ) 1.66
Ο গ) 2.6
Ο ঘ) 2.67
সঠিক উত্তর: (খ)

৪৯. আবৃত্ত দশমিকে দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো বা অংশবিশেষ কতবার থাকে?
Ο ক) দুই বার
Ο খ) তিন বার
Ο গ) চার বার
Ο ঘ) বারবার
সঠিক উত্তর: (ঘ)
৫০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i প্রত্যেক ভগ্নাংশই একটি মূলদ সংখ্যা
ii পূর্ণসংখ্যাকে শূন্যবাদে পূর্ণসংখ্যা দ্বারা বাগ করলে অবশ্যই পূর্ণসংখ্যা হবে
iii পূর্ণসংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই পূর্ণসংখ্যা নাও হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৫১. নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
Ο ক) 4/3
Ο খ) 8/3
Ο গ) 15/8
Ο ঘ) 7/9
সঠিক উত্তর: (ঘ)
৫২. ৫২নিচের তথ্যগুলো লক্ষ কর:
i 0 একটি স্বাভাবিক সংখ্যা
ii √5 একটি অমূলদ সংখ্যা পূর্ণসংখ্যা
iii সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৩. ৫৩নিচের তথ্যগুলো লক্ষ কর:
i দুইটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে
ii দুইটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে
iii দুইটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৫৪.i প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়
ii দশমিক ভগ্নাংশ তিন প্রকার
iii সসীম দশমিক ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৫. পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে কিসের উৎপত্তি?
Ο ক) বাংলার
Ο খ) ইংরেজির
Ο গ) গণিতের
Ο ঘ) হিন্দীর
সঠিক উত্তর: (গ)
৫৬. যেকোনো বিজোড় পূর্ণসংখ্যার বর্গ কোন ধরনের সংখ্যা?
Ο ক) জোড় সংখ্যা
Ο খ) বিজোড় সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) ঋণাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৫৭. 2.456..., 3.042..., 12.6345... সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο খ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο গ) সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) সসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৫৮. 0 কোন ধরনের সংখ্যা?
Ο ক) মূলদ
Ο খ) অমূলদ
Ο গ) স্বাভাবিক
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ক)
৫৯. 12 এর বর্গমূল নিচের কোনটি?
Ο ক) 3.464
Ο খ) 2.464
Ο গ) 1.464
Ο ঘ) 4.464
সঠিক উত্তর: (ক)
৬০. অঋণাত্মক সংখ্যা কোনগুলো?
i সকল ধনাত্মক সংখ্যা
ii শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা
iii সকল ঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৬১. নিচের কোনটি অসীম দশমিক ভগ্নাংশ?
Ο ক) 2.134
Ο খ) 5.2645
Ο গ) 3.264...
Ο ঘ) 0.0034
সঠিক উত্তর: (গ)
৬২. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
Ο ক) 3.415
Ο খ) 5/9
Ο গ) √3/2
Ο ঘ) √9m4
সঠিক উত্তর: (গ)
৬৩. 18/5  কোন ধরনের সংখ্যা?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬৪. আবৃত্ত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত্ত হলে, পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয় -
i কেবলমাত্র প্রথম অঙ্কের পর
ii শেষ অঙ্কের ওপর
iii ইচ্ছেমতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৬৫. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে বলে ---।
Ο ক) অমূলদ সংখ্যা
Ο খ) মূলদ সংখ্যা
Ο গ) ধনাত্মক সংখ্যা
Ο ঘ) ঋণাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (গ)

৬৬. নিচের কোন দশমিক ভগ্নাংশগুলো সদৃশ?
Ο ক) 4.37, 43.7
Ο খ) 0.530, 0.817
Ο গ) 12.34, 12.346
Ο ঘ) 0.20, 20
সঠিক উত্তর: (খ)
৬৭. -4, -3, -1, -1, 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) ধনাত্মক সংখ্যা
Ο খ) ঋণাত্মক সংখ্যা
Ο গ) পূর্ণসংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৬৮. সকল পূর্ণসংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা কোন সংখ্যা হয়?
Ο ক) অমূলদ সংখ্যা
Ο খ) মূলদ সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৬৯. ৬৯নিচের তথ্যগুলো লক্ষ কর:
i 1 মৌলিক ও যৌগিক নয়
ii সব জোড় সংখ্যা যৌগিক
iii 2 ছাড়া অন্য সব মৌলিক সংখ্যা বিজোড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭০. 16.142142..., 9.324..., 3.4692..., 2.6464... এর মধ্যে কোনগুলো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 16.142142..., 9.324...
Ο খ) 16.142142..., 3.4692...
Ο গ) 9.324...., 3.4692...
Ο ঘ) 16.142142..., 2.6464...
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৭১. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে কী বলা হয়?
Ο ক) ধনাত্মক সংখ্যা
Ο খ) ঋণাত্মক সংখ্যা
Ο গ) প্রকৃত সংখ্যা
Ο ঘ) অসীম অনাবৃত্ত ভগ্নাংশ
সঠিক উত্তর: (ক)
৭২. 23 কোন ধরনের সংখ্যা?
Ο ক) অমূলদ সংখ্যা
Ο খ) ঋণাত্মক সংখ্যা
Ο গ) মৌলিক সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৭৩. নিচের কোনটি ধনাত্মক সংখ্যা?
Ο ক) -8
Ο খ) -4
Ο গ) -0.14
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ঘ)
৭৪.i ... −2,−1,0,1,2,.... ইত্যাদি পূর্ণ সংখ্যা
ii  1,2,3,4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা
iii - 1,−2,−1/3 ধনাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৭৫. দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে, তাকে কি বলে?
Ο ক) সসীম দশমিক ভগ্নাংশ
Ο খ) অসীম দশমিক ভগ্নাংশ
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) পূর্ণসংখ্যা
সঠিক উত্তর: (খ)
৭৬. সর্বপ্রথম শূন্য ও দশভিত্তিক স্থানীয়মান পদ্ধতির প্রচলন করেন কারা?
Ο ক) ভারতবর্ষের কবিগণ
Ο খ) ভারতবর্ষের ভাষাবিদগণ
Ο গ) ভারতবর্ষের গণিতবিদগণ
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

৭৭. ৭৭নিচের তথ্যগুলো লক্ষ কর:
i 0.7+0.7=1.5
ii 0.3+0.3+0.5=1.1
iii 2.3-1.14=1.18
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৭৮. আবৃত্ত দশমিকগুলোতে অনাবৃত্ত অংশের সংখ্যা সমান হলে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যাও সমান হলে, তাদের কি বলে?
Ο ক) অসদৃশ আবৃত্ত দশমিক
Ο খ) সদৃশ আবৃত্ত দশমিক
Ο গ) অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ
Ο ঘ) বিসদৃশ আবৃত্ত দশমিক
সঠিক উত্তর: (খ)
৭৯. 2 বাদে অন্যান্য মৌলিক সংখ্যা কী?
Ο ক) জোড়
Ο খ) বিজোড়
Ο গ) ঋণাত্মক
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৮০. a, b, c বাস্তব সংখ্যা হলে, (a + b) + c = কি
Ο ক) a + (b + c)
Ο খ) ac + bc
Ο গ) abc
Ο ঘ) a + bc
সঠিক উত্তর: (ক)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৮১. নিচের কোনটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা?
Ο ক) 0.3636...
Ο খ) 5.235235...
Ο গ) 10.5214...
Ο ঘ) 2.35
সঠিক উত্তর: (ঘ)
৮২. অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি হলে তাকে কি বলে?
Ο ক) সসীম দশমিক ভগ্নাংশ
Ο খ) সসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ
Ο গ) অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৮৩. 0.3× 0.6=কত?
Ο ক) 1.8
Ο খ) 1.18
Ο গ) 0.2
Ο ঘ) 0.02
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৮৪. √10 নিচের কোন সংখ্যার অন্তর্ভূক্ত?
Ο ক) মূলত সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) পূর্ণসংখ্যা
সঠিক উত্তর: (খ)
৮৫. প্রদত্ত রাশিমালার মান কত?
Ο ক) 4.4
Ο খ) 4.5
Ο গ) 4.6
Ο ঘ) 4.8
সঠিক উত্তর: (খ)
৮৬. নিচের কোনগুলো যৌগিক সংখ্যা?
Ο ক) -3, -2, -14, 0, 1, 2, 3
Ο খ) 4, 6, 8, 9, 10
Ο গ) 1, 3, 5, 7, 11
Ο ঘ) 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৮৭. সর্বপ্রথম শূন্য ও দশমিক ভিত্তিক স্থানীয়মান পদ্ধতির প্রচলন করেন কারা?
Ο ক) ভারতবর্ষের কবিগণ
Ο খ) ভারতবর্ষের ভাষাবিদগণ
Ο গ) ভারতবর্ষের গণিতবিদগণ
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৮৮. 0.5 এর 0.19=কত?
Ο ক) 5/8
Ο খ) 7/9
Ο গ) 1/9
Ο ঘ) 3/5
সঠিক উত্তর: (গ)
৮৯. 1.7÷0.37=কত?
Ο ক) 5/4
Ο খ) 9/2
Ο গ) 7/2
Ο ঘ) 8/3
সঠিক উত্তর: (খ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৯০. প্রদত্ত- রাশিমালা মান কত?
Ο ক) 4.4
Ο খ) 4.5
Ο গ) 4.6
Ο ঘ) 4.8
সঠিক উত্তর: (খ)
৯১. উপরের সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
Ο ক) ঋণাত্মক সংখ্যা
Ο খ) মূলদ সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৯২. উপরের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা?
Ο ক) 4, 6, 8
Ο খ) 3, 5, 7
Ο গ) 3, 4, 6
Ο ঘ) 4, 5, 8
সঠিক উত্তর: (খ)

৯৩. উপরের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যৌগিক সংখ্যা?
Ο ক) 4, 5, 7
Ο খ) 4, 5, 6
Ο গ) 4, 6, 8
Ο ঘ) 3, 5, 7
সঠিক উত্তর: (গ)           ARC tutorial (suman sir)/ ওয়েবসাইটঃ arctutorial.blogspot.com
৯৪. প্রদত্ত প্রথম সংখ্যাটির বর্গমূল কোন ধরনের সংখ্যা?
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (খ)

ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরামর্শ গ্রহণ যোগ্য। আপনার আজকের পরামর্শ আগামীদিনে আরো সুন্দর কিছু লিখার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।  


Comments

Popular posts from this blog

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান

সহজে Preposition শিখার টেকনিক

ইংরেজি গ্রামার এর sentence কাকে বলে? sentence কত প্রকার ও কি কি?