Preposition নিয়ে আমাদের মনে একটা ভয় কাজ করে। কোন শব্দের পর কি বসবে- এই নিয়ে নানা চিন্তায় নাজেহাল হই আমরা। এডমিশন টেস্টের এক্স্যাম হলে বসে অল্প সময়ে সেটা ভাবাও বেশ কঠিন। এজন্যে Preposition ব্যাপারটাকে ভালোমতো শিখে এক্স্যামে ঠিকভাবে উত্তর করতে হলে কিছু শর্টকাট শিখে ফেলতেই হয়! শর্টকাট ১: In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়। ১। যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে। কোন তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on বসবে। ২। যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে, যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে। ৩। তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন 1972, 1999 বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in। একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা শর্টকাট ৩ আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না। t...
## Sentence কাকে বলে কত প্রকার ও কি কি? যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব বা অর্থ সম্পূর্ণ ভাবে প্রকাশ পাই এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে sentence বা বাক্য বলা হয় । Example: - We practice English everyday. (এখানে we হচ্ছে subject, verb হচ্ছে practice , English হচ্ছে object এবং everyday হচ্ছে adverb) একটি Sentence এ মূলত দুটি অংশ থাকে 1/Subject and 2/Predicate 1/ Subject কাকে বলে ? ইংরেজি বাক্যে Subject অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রায় সকল Sentence এ Subject এর ব্যবহার আছে। আবার Subject অন্যান্য উপাদানের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই Subject সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। আমরা এখানে সংক্ষেপে Subject নিয়ে আলোকপাত করার চেষ্টা করতেছি । subject :- সাধারণত verb কে "কে" দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে verb টি যদি have verb হয় সেক্ষেত্রে verb কে "কার" দ্বারা প্রশ্ন করলে subject পাওয়া যায়। যেমনঃ Rakin is reading a book. Shanta plays football. Rumu sings a song. বাক্য তিনটির verb কে এখন আমরা 'কে' দ্বারা প্রশ্...
Comments
Post a Comment