শতকরা হিসাব



নিচের অঙ্ক দুটি পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে-

১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?

২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?

টেকনিক:

যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )

এখন ১নং অঙ্কটি করি

দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)

২নং অঙ্কটি করি

দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর (উত্তর)

নিজে করুন :

১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?

২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন হবে?

৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?

৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?

উত্তর: 20%, 20%, 20y, 20য়

ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরামর্শ গ্রহণ যোগ্য। আপনার আজকের পরামর্শ আগামীদিনে আরো সুন্দর কিছু লিখার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।  


৭টি টেকনিক দ্বারা শতকরা অংকের সকল প্রশ্নের উত্তর করার নিয়মের ভিডিও দেখতে ক্লিক করুণ

Comments

Popular posts from this blog

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান

সহজে Preposition শিখার টেকনিক

ইংরেজি গ্রামার এর sentence কাকে বলে? sentence কত প্রকার ও কি কি?